মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীতে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী সরকারী মহিলা কলেজে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় পটুয়াখালী সরকারী মহিলা কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে প্রফেসর এটিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় কলেজের ৩য় তলার হলরুমে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিপ্লব কালীন বিভিন্ন ঘটনা প্রবাহ, প্রমান্যচিত্র, দেয়ালিকা, আন্দলন ও সাহসিকতার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জুলাই বিপ্লব নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন সহ দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরনসভায় আরও উপস্থিত ছিলেন, উপ-অধ্যক্ষ প্রফেসর মোঃআবদুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক সমীর কুন্ড, জেলা ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীসহ সাংবাদিকবৃন্দ।