বিশেষ প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রর নতুন ঢং-পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর শুক্রবার পৃথকভাবে এই নিষেধাজ্ঞার দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপারমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধান কে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং। রিয়া এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক।

আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

যে কোনো অভিযোগ তথ্য ভিত্তিক হওয়া উচিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন , গত  ১০বছরে ৬০০লোক মারা গেছেন তার ঢালাওভাবে কথা বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ক গণতন্ত্র রয়েছে। তাদের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্য নয় তাদের দেশে প্রতিবছর  ৬ লাখ লোক নিখোঁজ হন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলাকে তলব করেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার আর্ল মিলারকে তলব করেন।