সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় এক শিক্ষার্থী ও সাংবাদিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রিট দায় করা হয়।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। আবেদনের ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নায়েম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পরদিন পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় আহসান কোভিদ নামে এক সাংবাদকর্মীর মৃত্যু হয়।
Print [1]