চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী আজ মঙ্গলবার। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান। ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রেহাইচরে তাঁর শাহাদাতস্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদোসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, পৌর মেয়র মোখলেসুর রহমান।

এরপর বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও, সোনামসজিদ প্রাঙ্গণে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন।

লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।