ক্রীড়া ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বিপিএল এ মাশরাফীকে নিয়ে সবার উচ্ছ্বাস আকাশছোঁয়া

লম্বা সময় ধরে ক্রিকেটে নেই। সর্বশেষ বাইশ গজে খেলেছেন গত বছরের ১৮ ডিসেম্বর। লম্বা বিরতির পর আসন্ন বাংলদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে, বিপিএল শুরুর আগেই তাঁকে নিয়ে সবার উচ্ছ্বাস আকাশছোঁয়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান মনে করেন, মাশরাফীর সঙ্গে যাঁরা খেলবেন, তাঁরা ভাগ্যবান। একই সঙ্গে তিনি জানান, মাশরাফী খেললে বিপিএলের আকর্ষণ অনেক বেড়ে যায়।

দীর্ঘ ১২ মাস পর বিপিএলে দেখা যাবে মাশরাফীকে। তাঁর খেলার খবর গণমাধ্যমকে জানিয়েছেন আকরাম খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘মাশরাফি তো আছেই… কেন খেলবে না? আইকন ক্রিকেটার থাকবে আশা করছি। ছয় জন আইকন তো থাকবে। শুক্রবারের মধ্যেই সব জানা যাবে।’

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ককে নিয়ে আকরাম খান বলেন, ‘মাশরাফি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি, ওর সঙ্গে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। ও অনেক অভিজ্ঞ। ও অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভ করেছে। ও খেলা মানে আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় বিপিএলে, যেহেতু ও আমাদের অন্যতম সেরা প্রতিতাভাবান খেলোয়াড়। আমার মনে হয়, যারা ওর সঙ্গে খেলতে পারবে, তারা সত্যিই সৌভাগ্যবান।’

শোনা যাচ্ছে, বিপিএলে মাঠে নামার জন্য ওজন কমিয়েছেন সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই স্কিল অনুশীলন শুরু করবেন এই তারকা পেসার।