নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অভিজিতের খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানাল পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি ধরতে দেশটির পুরস্কার ঘোষণাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে মোস্ট ওয়েলকাম (স্বাগত) জানাই। এতে করে আসামিরা ধরা পড়লে আমরাও খুশি হবো।’

আজ মঙ্গলবার একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিজিৎ রায় হত্যা মামলার দণ্ডিত কয়েকজন আসামি পলাতক রয়েছে। আমরাও এ আসামিদের ধরতে চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র এ মামলার আসামিদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে বলে আমি শুনেছি। যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি রয়েছে। তারা যদি এ পদ্ধতিতে আসামিদের ধরতে পারে তাহলে ভালোই হবে।’

ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের ধরতে এভাবে পুরস্কার ঘোষণা করেছি। বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের ধরতে আমরাও পুরস্কার ঘোষণা করেছিলাম।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের পদ্ধতি মেনেই কাজ করছে। আমরাও আমাদের পদ্ধতি অনুযায়ী কাজ করছি। তাদের কাজ তারা করছে, আমাদের কাজ আমরা করছি। তবে কোনো গরিব দেশ যখন এগিয়ে যায়, তখন নানাভাবে বিভিন্ন জায়গা থেকে একটা চাপ তো আসেই।’

প্রশ্নকারী ওই সাংবাদিকের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি নিজেও যখন কর্মস্থলে অন্য সহকর্মীদের চেয়ে ভালো করবেন তখন সবাই ঈর্ষা করবে, চাপে ফেলার চেষ্টা করবে। তবে আমরা সব চাপ ও বাধা অতিক্রম করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’