নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চলছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট গণনা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এ দফায় ও অনিয়ম সহিংসতার খবর পাওয়া গেছে তবে ভোটগহণ শেষ হওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখন চলছে ভোট গণনার কাজ।

কিশোরগঞ্জ কক্সবাজার লালমনিরহাট কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনে অনিয়ম সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটগ্রহণ বন্ধ করার সময় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে।

তীব্র শীতের কারণে শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারীর ভোটারের উপস্থিতি ছিল বেশি।

৮৩৮ ইউপিতে মোট ভোটার১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। এর মতে নারী ভোটার ৮০ লাখ ২৩হাজার ৪৪৯ জন। মোট ৯২২৪ ভোটকেন্দ্রের ৪৯ হাজার ৮৩২ কে ভোটকক্ষে ধাপের ভোট হয়েছে।