নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

অবশেষে বাস রুট রেশনালাইজশন কার্যকর

রাজধানীতে আজ ঘুরে বেড়াচ্ছেন ঢাকা নগর পরিবহন। নির্দিষ্ট জায়গা ছাড়া বাসে যাত্রী তোলা যাচ্ছে না। নামানো যাচ্ছেনা যাত্রী। রাখা হচ্ছেনা অতিরিক্ত ভাড়া। যাত্রীদের নিয়ে চিরচেনা ভোগান্তি বাসের যাত্রীরা খুশি।

আজ রবিবার ২৬শে ডিসেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু করছে বাস রুট রেশনালাইজশনের অধীনে ঢাকা নগর পরিবহনের বাস।

রাজধানী ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত। মহাম্মদপুর বেরিবাধ থেকে বাসে উঠেছেন অনেকে।

কোন কোন যাত্রী বলছে বাস স্টপ বেশি হয়ে গেছে। ঘন ঘন বা স্ক্স্যন্সসে বিপরীতে অন্য যাত্রীর বলেন যেহেতু স্টপেজ ছাড়া জাতীয় ওঠানামা করা হচ্ছে না তাই বেশি স্টপেস না হলে যাত্রীরা উঠানামা করবে কিভাবে।