নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বিমান বাহিনীতে উন্নত বিশ্বের বিমান বাহিনীর সমপর্যায়ে দেখতে চাই – প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

বাংলাদেশের বিমান বাহিনীতে উন্নত বিশ্বের বিমান বাহিনীর সমপর্যায়ে দেখতে চাই প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যুদ্ধবিমান তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার ৩০শে ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২১ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রত্যাশা ব্যক্ত করেন।

যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে নিযুক্ত হন।

প্রধানমন্ত্রী আরো বলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব বিমান বাহিনীর সদস্যদের রয়েছে তারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পালন করার আহ্বান জানান।

তিনি আরো বলেন মহাকাশ গবেষণার বিমানবাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে আমাদের দেশেই একদিন বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার তৈরি করা হবে ইনশাল্লাহ।