নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে আগামী বছর থেকে হজে যেতে পারবেন

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা দুহাইলান বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশে থেকে হজে যেতে পারবেন।

বৃহস্পতিবার ঢাকা সৌদি দূতাবাসের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫৪বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ,জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন কোন কাল সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। গত এক বছরে প্রায় ৫ লাখ কর্মীর সৌদি আরবে গেছেন।

তিনি আরো বলেন প্রতিদিন সৌদি দূতাবাস থেকে চার হাজারেরও বেশি ভিসা দেয়া হচ্ছে একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৬০০ ভিসা ইসু করা হয়। আগামীতে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে জানান তিনি।