নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত বয়ে আনছে কষ্ট

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

আজ মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। তীব্র শীতে দিনমজুর এবং খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি বেশি দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপবাহ। আজ সকাল ৯টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ শীতে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমূল মানুষেরা ।

উত্তরের জনপদ গাইবান্ধায় জীবন-জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

মৌলভীবাজারের ওপর দিয়ে এখন বইছে মৃদৃ শৈত্যপ্রবাহ। কনকনে শীত এবং হিমেল হাওয়ার কারণে হাওড়পাড় এবং চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রামে তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষ। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচর এলাকায় সবচেয়ে বেশি শীতের প্রভাব পড়েছে।

শীত শৈত্যপ্রবাহ