নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

ডাঃ মুরাদের অস্ত্র এখন পুলিশের হাতে জমা

স্ত্রীর করা জিডির পরিপ্রেক্ষিতে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তার স্ত্রীর লাইসেন্স করা অস্ত্র জমা নিয়েছেন ধানমন্ডি থানা পুলিশ।

এরমধ্যে ডাক্তার মুরাদ হাসান এর দুটি এবং তার স্ত্রীর লাইসেন্স করা একটি অস্ত্র জমা নেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী মিয়া বলেন, মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযোগে একটি জিডি করেন, নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। অংশহিসেবে ডক্টর মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলা হয়। থানার নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন। এছাড়া ডক্টর মুরাদের স্ত্রী ও তার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়েছেন। পিস্তল ও দুইটি শটগান।

এর আগে সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মোরা ধর্ষণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী জাহানারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় এসে ডক্টর মুরাদ হাসান এর বিরুদ্ধে জিডি করেন তিনি। এর আগে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডক্টর জাহানারা।