স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশের নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।
আজ বুধবার ,১২ জানুয়ারি স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে মার্কিন দূতের বিদায়ী সাক্ষাতে সংসদীয় কার্যক্রম ,সংসদীয় মৈত্রী গ্রুপ, কভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই সময় স্পিকার বলেন, বাংলাদেশে সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কে অগ্রাধিকার দিয়ে আসছে। শিশু সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ খুব আন্তরিক উল্লেখ করে বলেন, বাংলাদেশ তার নিয়োগ কাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।