নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সফরে বাংলাদেশে আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৭ শে জানুয়ারি দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিত। পররাষ্ট্রমন্ত্রী ডঃ একেএম আবদুল মোমেনের বিশেষ আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

ইরাকের সফরে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বিষয়ে দুটি সমঝোতা স্মারক বা এমনওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর সার্ভিস অফিসার হিসেবে বাংলাদেশে আসবেন সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী। তার সফরের দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি ও সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে নিয়মিত বৈঠক নিয়ে ২ এমওইউ সই হতে পারে।

গত বছরের অক্টোবরে মাঝামাঝিতে সার্বিয়ার সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। সেই সফরে ডক্টর মমিন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের  সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। এছাড়া সার্বিয়ান পররাষ্ট্র ও কর্মসংস্থান এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগমন্ত্রী সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন।