বরগুনার বেতাগীতে বাল্য বিয়ে, শিশু ধর্ষন, শিশু নির্যাতন, ইভটিজিং, ধূমপান ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ সামাজিক অবক্ষয় রোধে শিশুদের বিণোদনের জন্য পার্ক, লাইব্রেরি, ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে সকলের দায়িত্ববোধ জাগ্রত করতে আগামীর বাংলাদেশ শীর্ষক ডায়ালগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পৌর অডিটরিয়ামে শুক্রবার ( ১৪ জানুয়ারি) সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দিনব্যাপি ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ)‘র সংগঠনের উপজেলা সভাপতি তানজিলা জামান শিফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বেতাগী থানার এসআই শওকত হাচান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, উপজেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি অলি আহম্মেদ, পৗর কাউন্সিলর রোফেজা আক্তার রুজি, লুৎফুনেছা রীনা।
এনসিটিএফ’র সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় শিশুদের মধ্যে ডায়ালগে অংশ গ্রহণ করেন, জান্নাতুল ফেরদৌস বেহেস্তী, ইসরাত জাহান লীনা, মাহামুদ হাসান অমি, নুপুর আক্তার, সাইফুল ইসলাম, সুমী আক্তার।
এ সময় অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিশুদের পক্ষ থেকে ডায়ালগে উঠে আসা এসব দাবি বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করা হয়।