বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বেতাগীতে ২৪৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বরগুনার বেতাগীতে ২৪০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেতাগী সরকারি কলেজে মাঠে ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ইডার আয়োজনে ও উপজেলা যুব রেডক্রিসেন্ট‘র সহযোগিতায় বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
যুব রেডক্রিসেন্টের স্থানীয় দল নেতা অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, ইডার ট্রেজারার মিঠুন চন্দ্র দে, স্বেচ্ছাসেবক মো: জাহিদ হাসান, ইমরান হোসেন, নিশিতা বিশ্বাস ও রীম আক্তার।
এ সময় ২৪৬ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ১২ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৩ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।