সিরাজগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জ মিল্কভিটা কারখানায় আগুন

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার পাওয়র প্লান্ট -২এর ৫ তলা  ভবনের তার তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর চারতলা ঢালাই মেশিন এর ভেতরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ফায়ার সার্ভিস শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনের চারতলার ভেন্টিলেশন কেটে পানি ও ফম ব্যবহার করে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার ডিজিএম অমিও মন্ডল বলেন, আগুনে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনে তেমন কোনো ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াশ করলে আবারও চালু করা সম্ভব হবে।