নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আজ থেকে সুপ্রিমকোর্টে ভার্চুয়ালি বিচার কার্যক্রম শুরু

নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। আজ বুধবার সকাল ন’টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক এর নেতৃত্বে ভার্চুয়াল কার্যক্রম শুরু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার ভার্চুয়াল কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন প্রধান বিচারপতি এরপর বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।এদিকে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের কার্যক্রম।

গত ১ জানুয়ারি ৩৭০ জোর নতুন রোগের সাহায্য খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ৬ জানুয়ারি  তা ১ হাজার ছাড়িয়ে যায়। পরে গত ১০ জানুয়ারি ২০০০এর পর তিনদিনের মাথায় গত ১৩ জানুয়ারি ৩ হাজার ছাড়িয়ে যায়। ১৭ জানুয়ারি ৬৬৭৬সংক্রমণে হয়।

নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে আপিল বিভাগের চেম্বার আদালত ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত আসে।

সপ্তাহে চারদিন রবি, সোম, মঙ্গল ,বুধ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এমন প্রেক্ষাপটে সোমবার ভার্চুয়াল আদালতে ফেরার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি।