কয়েক মাস ধরে লাগামহীনভাবে বাড়তে থাকে রডের বাজার কিছুদিন থাকার পর আবারও বাড়ছে। গত এক সপ্তাহের প্রতি টনে ১ হাজার টাকা বেড়েছে।
গত সেপ্টেম্বরে বাজারে ভালো মানের (৬০ গ্রেডের ওপরে) প্রতি টন রডের দাম ছিল ৬৯ থেকে ৭০ হাজার টাকা।
কিন্তু সেটি অক্টোবর থেকে বাড়তে বাড়তে এখন প্রতি টন হয়েছে ৮০ থেকে ৮১ হাজার টাকা। তিন মাসের ব্যবধানে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণের অন্যতম প্রধান উপকরণের দাম প্রতিরোধে বেড়েছে ১০ থেকে ১১ হাজার টাকা । দাম বাড়ায় বিপাকে পড়েছেন ব্যক্তিগত বাড়ি নির্মাণকারী ও আবাসন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন, বিশ্ববাজারে কাঁচামালের দাম এবং জাহাজ ভাড়া ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় রডের দাম বেড়েছে । করুনার প্রভাব কাটিয়ে বিশ্বের নির্মাণ কাজ বেড়ে যাওয়ায় চাহিদা অনুসারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে নির্মাণকাজের ভরা মৌসুম হওয়াতেও এখন রডের চাহিদা বেশি। তবে কাঁচামালের দাম রাখ বা পর্যন্ত রড সিমেন্টের দাম কমবে না বলেও জানান তারা।