বগুড়া প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

গ্যাসের ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে পারভবানীপুর গ্রামে অপমান সহ্য করতে না পেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হওয়ায় আব্দুল আজিজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার রাতে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।

জানা যায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের পর ভবানীপুর গ্রামের আব্দুল খালেক এর কাছ থেকে একই এলাকার আব্দুল আজিজ ৪০০০ টাকা ধার নেয়। সে টাকা পরিশোধ করতে না পারায় আব্দুল খালেক বৃহস্পতিবার বিকালে আজিজের বাড়িতে গিয়ে ধারের টাকা ফেরত চান। টাকা না দেওয়ায় খালেক৫০০০টাকা দামের ছাগল নিয়ে যান। পরে আজিজ ওই ছাগল আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।

এতে আজিজ অপমানিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে গ্যাসের ট্যাবলেট খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত বারোটার দিকে মারা যান তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আজিজ নামের এক ব্যক্তি গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।