রিমি কবিতা , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

দরজার ওপাশে-রিমি কবিতা

দরজার ওপাশে-রিমি কবিতা

আমার দরজার ওপাশে কার ছায়া? কে সে?
আড়ালে দাঁড়িয়ে আছে নিশ্চুপ!
ভেবেই বুকের মধ্যে কি একটা ধুকপুক করছে ;
ক্রমশ শব্দটা আরো প্রবল হচ্ছে কিন্তু কেন?
কে ওখানে? কে?
আমার ঘরের আশে পাশে তো কেউ থাকে না;
তাহলে –
খানিকক্ষণ বড় নিঃশ্বাস নিয়ে নিলাম ; প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমার,
মনে হচ্ছিলো এখনি মারা যাবো।
একটু বাদেই বুঝতে পারলাম ;
কেউ নয় ওখানে ঘাপটি মেরে লুকিয়ে ছিলো
এক বস্তা নিস্তব্ধতায় মোড়ানো নিঃসঙ্গতা।
অনেকটা আশ্বস্ত হলাম ;
এতো আমার আজন্ম প্রেমিক
অন্তত দিনশেষে কিংবা প্রচন্ড অসুস্থতায়, অথবা আমার ক্ষুধার্ত সময়ে –
যখন আমি ক্লান্ত – ভেজা চোখে নিদ্রাহীন,
তখনো আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে তার জরাজীর্ণ চাদরে।

কোনো মিথ্যে আশ্বাসের স্মৃতিতে বুকের গভীর থেকে যখন দীর্ঘ -শ্বাস বের হয় তখনো কতটা নিবিড় যত্নে, নিঃসংকোচে এই তো সে-ই নিঃসঙ্গতা,
যে আমাকে একটুও ছেড়ে যাবার ইচ্ছে দেখায় না।
বরং প্রতিটি মুহূর্তে সে আমার এক স্বচ্ছ- অবুঝ প্রেমিকের মতো হাতে হাত ধরেই বসে থাকে। আর কানে কানে ফিসফিসিয়ে বলে যায় –
তোমার কষ্টের নীলের সবটা বিষ আমার,
তোমার শুদ্ধ – অশুদ্ধ অভিযোগে আমি বিরক্ত নই ;
আমি যে তোমার আজন্ম আসক্ত প্রেমিক ; নাম নিঃসঙ্গতা
ভয় নেই একটুও, প্রতি মুহূর্তে
তোমার দরজার ওপাশে ই আছি আমৃত্যু !!!

রিমি কবিতা