বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বেতাগীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও ইউএনও‘র মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (৯ ফ্রেরুয়ারি) দুপুর আড়াইটায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে।
সংগঠনের উপজেলা আহবায়ক মাওলানা মো: জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মাওলানা মো: নাসির উদ্দীন, মাছুম বিল্লাহ, ণুর আলম, হাবিবুর রহমান, আরফুর রহমান, মনিরুল ইসলাম, সাইদুর রহমান, বশির হোসেন, জাকির হোসেন, আবুল কালাম খান, শাহাবুদ্দিন, আল-আমিন, আলমগীর হোসেন মল্লিক, আব্দুর রাজ্জাক, নূর নবী ও সদস্য সচিব মো: কামরুল হাসান প্রমুখ।
শেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সুহৃদ সালেহীনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।