বেতাগী (বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২২ ফ্রেরুয়ারি ) বিকেল সারে ৫ টায় সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এর আগে সকাল এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো: আনিছুর রহমান তালুকদার, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, প্রকল্প পরিচালক এমএস আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার বিশ^জিৎ কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা¤া§দ আব্দুল গাফফার, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার। প্রশিক্ষণে উপজেলার নিবন্ধনকৃত ২৫ জন জেলে অংশ গ্রহণ করেন।