কক্সবাজার প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ , আজকের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে ফের আগুন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে আবারও আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে রোহিঙ্গা ক্যাম্পে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিট গিয়ে কাজ করছে।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।

গত ১৭ জানুয়ারি রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মধ্যরাতের এই আগুনে ২৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরও আগে গত ৯ জানুয়ারি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। এতে ৪০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির কথা জানা যায়।