বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বেতাগীতে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় এক চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গতকাল রোববার দুপুর থেকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোগীর স্বজনের হাতে লাঞ্ছিতের শিকার ওই চিকিৎসকের নাম রবীন্দ্রনাথ সরকার।
তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। সহকর্মীকে লাঞ্ছিত ও হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারী ক্লিনিকের চিকিৎসাসেবা ও রোগী দেখা বন্ধ রেখেছেন। লাঞ্ছিত ও হত্যার হুমকির ঘটনায় ইতিমধ্যে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার । ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখা বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। ক্লিনিকগুলো খোলা থাকলেও সেখানে কোনো চিকিৎসক আসে না। গতকাল বিকেল থেকেই অনেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার বন্ধ দেখা যায়। অনেক রোগী অপেক্ষায় থাকলেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে গেছেন। ভুক্তভোগী চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার আলোকে বলেন, গত শনিবার সন্ধ্যায় তিনি তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। তখন টুটুল খান নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে চেম্বারে আসেন। তিনি তাঁর স্ত্রীর সমস্যাগুলো শুনে রোগনির্ণয়ের জন্য কয়েকটি পরীক্ষা করাতে দেন। পরীক্ষা দেওয়ায় টুটুল খান তাঁর ওপরে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন ও প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁদের পরামর্শে থানায় একটি জিডি করি। এ ঘটনার পর থেকে আমি ব্যক্তিগত চেম্বারটি বন্ধ রেখেছি।’ গতকাল সন্ধ্যায় হোসনাবাদ ইউনিয়ন থেকে ডাক্তার দেখাতে আসেন হানিফ সরকার। কিন্তু উপজেলায় এসে তিনি জানতে পারেন, কোনো চিকিৎসক চেম্বারে রোগী দেখছেন না। হানিফ সরকার বলেন, ‘সারা দিন রোজা রেখে সন্ধ্যায়