বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোসা: রিজিয়া বেগমের পুকুরে মিলেছে জলের শস্য ছোট-বড় সাইজের ৭ টি ইলিশ মাছ।
পুকুরে ইলিশ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পরলে পুকুর ও তাজা ইলিশ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। ইলিশ পাওয়ায় পরিবারটি আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মতো। তবে কীভাবে পুকুরে ইলিশ আসলো তাদের ভাবিয়ে তুলছে।
এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে। বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে ইলিশ চাষ পুরোপুরি শুরু হলে জেলেরা কারেন্ট জাল দিয়ে আর জাটকা নিধন করবে না বলে আশা করা হচ্ছে। জীবন্ত জাটকা আহরণ করে জেলেরাই ইলিশ চাষীদের কাছে বিক্রি করতে পারবে। বদ্ধ জলাশয় অর্থাৎ পুকুরে ইলিশ চাষ সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে শুরু করা গেলে দেশের মৎস্য খাতে বৈপ্লাবিক পরিবর্তন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।
Print [1]