নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা উন্নত করতে যুবসমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু নিজের দেশের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের যে মেধা-মনন, তা বিকশিত করে বাংলাদেশের মর্যাদাকে যেন আরও উন্নত করতে পারি, সেভাবে আমাদের ছেলে-মেয়েরা কাজ করবে, সেটাই আমরা চাই।’

আজ শুক্রবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি-আদর্শ, কর্মপন্থা, দিকনির্দেশনা রেখে গেছেন, আমি মনে করি, আমাদের ছোট্ট শিশু থেকে যুব সমাজ—তারা তাদের চলার পথ কামালের আদর্শকে সামনে রেখে অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে।’

রাষ্ট্রপতির সন্তান হওয়া সত্ত্বেও শেখ কামাল খুব সাদামাটা জীবনযাপন করতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ কামাল একজন দক্ষ সংগঠক ছিলেন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যুব সমাজ যাতে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, সেজন্য নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ক্রীড়া পরিষদ গঠন করা হয়েছে এবং দুস্থ ক্রীড়াবিদদের সহযোগিতার জন্য বিশেষ তহবিলও তৈরি করেছে সরকার।’