বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বেতাগীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ইউপি সদস্যের মৃত্যু

বরগুনার বেতাগীতে বসতঘরে দুষ্কৃতিকারীদের ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ বর্তমান ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩) মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর সারে বারাটায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লাশ রাতে গ্রামের বড়িতে পৌছার পর আগামীকাল শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হত্যা চেষ্টায় টিনসেট বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ২০১৯ সালেও উপজেলা সরিষামুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম খানের মায়ার হাঁট বাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে আগুন দেয়া হয়। ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ শামিম খানকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

আর দগ্ধ স্ত্রী সুচি আক্তার (২৫), শিশু পুত্র মাইনুল খান (৫) ও সামিউল খান (২) কে বরিশালে একই হাসাপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান ইউপি সদস্য।

মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ রাতে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাঁটে পৌছার পর নিজ বাড়িতে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ইউপি মেম্বর শামীমের ছোট ভাই মো: রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাদের পরিবারকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যই দুর্বৃত্তরা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এর আগেও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে আগুন দেয়া হয়েছিল। এ সময় আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।

সরিষামুড়ড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, ইউপি সদস্য শামীম খানকে হত্যার জন্য দুর্বৃত্তরা তাঁর ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। ঘরে আগুন লাগার পর বাচ্চা ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে শামিম গুরুতর অগ্নিদগ্ধ হয়। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার এর সত্যতা নিশিচত করে বলেন, উপজেলার সড়িষামুরি ইউনিয়নে অগ্নিদগ্ধ ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম বৃহস্পতিবার ঢাকায় চিকিস মারা গেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।