জয়পুরহাট প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত

জয়পুরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে।

সকালে শহরে শোক র‌্যালী পর শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। বিকালে শহরের জেলা পরিষদ মিলনায়তন (টাউন হল) ২য় তলার নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সাবেক সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিউদ্দীন আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সমিতির উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খাজা সামছুল আলম, সহ-সভাপতি, রংপুর জেলা সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা মকবুল হোসেন শওকত, সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাই, সাবেক ব্যাংকার মোঃ রেজাঊল ইসলাম, মোঃ মতিয়র রহমান প্রমুখ।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

অন্যদিকে দুপুরে শহরের পথকলি বিদ্যালয়-৫৪ এর সম্মেলন কক্ষে কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্কুল ম্যানেজিং কমিটি আলহাজ্ব মোঃ আব্দুল হাই, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই মুকুল, সাংবাদিক শাহাবুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিনিয়র মাওলানা ফিরোজ আহম্মেদ। এদিকে সকালে পাঁচবিবি উপজেলার স্বজন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবক-সূধীজন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান আরিফ।