মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হাফিজ

আসছে ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দী ঘোড়া মার্কার প্রার্থী আ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।

৩ অক্টোবর সোমবার বেলা ১১টায় আনসার ক্যাম্প সংলগ্ন নিজ বাসভবনে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দী ঘোড়া মার্কার প্রার্থী আ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান তার নির্বাচনী ইশতেহারে বলেছেন, পটুয়াখালী জেলা পরিষদ হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মিলন মেলা, ঐক্যবদ্ধ সমতায় জেলার উপজেলা সমূহকে মূল্যায়নের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনার আওতায় উন্নয়ন প্রকল্প গ্রহন, হাট-বাজার ও খেয়াঘাট সমূহকে জণকল্যানে অগ্রাধিকার দিয়ে সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন, প্রতিবছর জেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে জেলার সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা, উন্নয়ন প্রকল্প গ্রহনে শিক্ষা, সাংস্কৃতি, সমাজকল্যান ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়া, সড়ক পথে আধুনিক যাত্রী ছাউনি ও গণ শৌচাগার নির্মান, ধর্ম প্রতিষ্ঠান সমূহের অবকাঠামোগত মানোন্নয়নে ইউনিয়ন ভিত্তিকি কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন, জেলার ইতিহাস, ঐতিহ্য ও নৃ-তাত্ত্বিক নিদর্শন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, জনপ্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে প্রান্তিক পর্যায়ে অস্চ্ছ্বল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রশাসনিক পর্যায়ে সকল দপ্তরের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেলা পরিষদের কার্যাবলীকে সময়োপযোগী গতিশীল করা।

এ সময় স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হলে, জণগনের কল্যান ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আসছে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।