নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রো‌হিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কোনো সুখবর দিতে পারে‌ননি চীনা দূত : পররাষ্ট্রমন্ত্রী

রো‌হিঙ্গা‌দের মিয়ানমা‌রে প্রত্যাবর্তন নি‌য়ে কো‌নো সুখবর দি‌তে পা‌রে‌ননি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং। ত‌বে দেশ‌টি এ বিষ‌য়ে এক পা‌য়ে দাঁড়া‌নো ব‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেনকে জা‌নি‌য়ে‌ছেন চীনা রাষ্ট্রদূত।

বৃহস্প‌তিবার (২০ অ‌ক্টোবর) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূ‌তের স‌ঙ্গে বৈঠক ক‌রেন। বৈঠক শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা ব‌লেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে মূলত রোহিঙ্গা নিয়ে আলাপ হয়েছে। আমরা বলেছি, আপনারা যে প্রজেক্ট নিয়েছেন (ত্রি-পক্ষীয় উদ্যোগ) সেটা দীর্ঘ দিন ধরে ঝুলে আছে। জবাবে রাষ্ট্রদূত বলেছেন, তিনি সুখবর দেবেন। কিন্তু সুখবর কিছু দিতে পারেননি। শুধু বলছেন যে, তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে আছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য। ওটাই সুখবর।