নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চীনের রাষ্ট্রদূতের প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিংয়ের অবদান ও প্রচেষ্টার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাতে এলে তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীন সরকার ও দেশটির রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন। কোভিড মহামারির মধ্যে উহান থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবাসন এবং করোনা পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আবার উচ্চ শিক্ষার জন্য দেশটিতে ফিরিয়ে নেওয়ার বিষয়েও রাষ্ট্রদূতের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

বিদায়ী সাক্ষাতে প্রতিমন্ত্রী-রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধিসহ সামুদ্রিক ও বিমান যোগাযোগ, বাংলাদেশে শিল্পের মানোন্নয়ন এবং পাটভিত্তিক শিল্পসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

শাহরিয়ার আলম রাষ্ট্রদূত জিমিংয়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।