নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব করা হয়েছে জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে। তিনি আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তোফাজ্জল হোসেনকে তাঁর আগের পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, আহমদ কায়কাউসকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আহমদ কায়কাউসের মেয়াদ ৯ ডিসেম্বর শেষ হবে।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ার আগে তোফাজ্জল হোসেন ২০২১ সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কাজ করছিলেন। ২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।