বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সেই মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশ সংঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হত্যার রাজনীতিতে নেমেছে: সা: সম্পাদক জাহাঙ্গীর আলম তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুুই ওষুধ ফার্মেসীকে জরিমানা ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু : মোমিন মেহেদী বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত দুই বগুড়ায় মেলায় অশ্লীল নাচ-গানের প্যান্ডেল গুঁড়িয়ে দিল প্রশাসন মার্কিন ভিসা নীতি নিয়ে বেকায়দায় বিএনপি : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর হাতে বিপিএম, পিপিএম পদক পরলেন ডিএমপির ২২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৮৯ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২২ জন কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৫ জনকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

১১৫ জন পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপিতে কর্মরত ২২ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হন। পদক প্রাপ্তরা হলেন:

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সাহসিকতা: দু’জন

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা: চারজন

ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু নোমান।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা: সাতজন

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ খান, পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের কনস্টেবল জয়নন্দ বড়ুয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা: নয়জন

ডিএমপির গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিনের যুগ্ম-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিবি-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক, ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান ও ডিএমপি থেকে প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. শফিক উদ্দিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..