শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তাড়াইলে দুই জুয়ারী গ্রেফতার তাড়াইলে সারসহ উফশী ও আউশ ধান পাচ্ছে ৭৫০ জন কৃষক মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে কোন অনিয়ম সহ্য করা হবে না : চট্টগ্রামে ইসি আনিছুর

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৮১৬ বার পঠিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমাদের সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। ব্যয় ব্যবস্থাপনায় আর্থিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডিসিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা- ‘এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’ বাস্তবায়নের জন্য পতিত জমিগুলো উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

এসময় সরকারি কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী— ‘সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি জাতির পিতার সেই নির্দেশনার আলোকে জেলা প্রশাসকরা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম বুকে ধারণ করে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।’

সরকারের নেওয়া কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মোকাবিলা, মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রমে জেলা প্রশাসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে লক্ষ্যে জেলা প্রশাসকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে উদ্যোগগুলো আপনাদের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করবে। আমি বিশ্বাস করি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা এই উদ্যোগগুলো বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..