নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সাংবাদিক হানজালা শিহাবের জন্য মানবিক আবেদন

মোহাম্মদ হানজালা শিহাব। পেশায় সংবাদকর্মী। সবশেষ কাজ করেছেন নয়া দিগন্তের স্পোর্টস রিপোর্টার হিসেবে। তাছাড়া তিনি ‘ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’র অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের জুনে হঠাৎ তার রেক্টাম ক্যান্সার শনাক্ত হয়। এরপর অপারেশনের মাধ্যমে রেক্টাম থেকে টিউমার অপারেশন করা হয়। পরের কেমোথেরাপি চলে পাঁচ মাস। গত ৩০ ডিসেম্বর কেমোথেরাপির আটটি ডোজ শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্লাডে ক্যান্সারের জার্ম আগের চেয়ে আরো বেড়েছে।

চিকিৎসকেরা এখন রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে চিকিৎসকসহ অনেকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে গত সাত মাসে নিঃস্ব এবং কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই সংবাদকর্মী। ফলে এখন তার ক্যান্সারের চিকিৎসা অব্যাহত রাখাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা এই সংবাদকর্মী মোহাম্মদ হানজালা শিহাব।

হানজলা শিহাবকে সাহায্য করতে পারেন ০১৯২৪-৪৮১৪০২ বিকাশ নাম্বারে। অথবা নিচের ব্যাংক একাউন্টে। মোহাম্মদ হানজালা, এ/সি 20502230202389200, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভিআইপি রোড শাখা, ঢাকা।