নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকায় দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

দুই দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌ন তিনি। এসময় তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ইস্ট এশিয়া অ‌্যান্ড প‌্যা‌সি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান।

ঢাকা ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সূত্রগুলো বল‌ছে, বি‌শেষ দূ‌তের ঢাকা সফ‌রে দু’দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনার ইঙ্গিত রয়েছে।

জানা গেছে, দুই দিনের সফরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন বিশেষ দূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুং মিন।

দক্ষিণ কোরিয়ার একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ দূতের এ সফর। তার সফরে ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা আলোচনায় থাকবে। আলোচনা হবে ইন্দো-প্যাসিফিক কৌশল ও ওয়ার্ল্ড এক্সপো নিয়েও।