এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

বগুড়ায় জামাই হত্যার দায়ে শশুরের যাবজ্জীবন

বগুড়ায় জামাই পান্না মন্ডলকে (২০) হত্যা মামলায় আসামি শ্বশুর দুলাল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করার আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুলাল মন্ডল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের মৃত ইফাজ মন্ডলের ছেলে।

জানা গেছে, গত ২০১৪ সালের ১ মার্চ রাতে জামাই পান্না মন্ডলকে হত্যা করে মৃতদেহ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। পরে পান্নার মৃতদেহ উদ্ধার হলে তার বাবা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছরের ২২ অক্টোবর বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন জামাই পান্নাকে হত্যার দায়ে শ্বশুর দুলালকে যাবজ্জীবন ও মৃতদেহ গুমের দায়ে আরও সাত বছরের কারাদন্ড ও জরিমানার আদেশ প্রদান করেন। ওই রায় প্রদানের সময় আসামি পলাতক ছিল।

সাজাপ্রাপ্ত দুলাল মন্ডল আজ সোমবার আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।