জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মির্জাগঞ্জে ভাষা দিবসে ‘ভূমি অফিস’ কর্তৃক জাতীয় পতাকার অসম্মান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মির্জাগঞ্জে ভুমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন চরম অবমাননার ঘটনা ঘটেছে।২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসে এমন চিত্রের দেখা মিলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ্বনর্মিতভাবে উত্তোলনের নির্দেশনা থাকলেও তার ব্যতিক্রম চিত্র লক্ষ করা গেছে এ ভূমি অফিসে।উত্তোলন না করে দুমড়ে মুচড়ে জাতীয় পতাকা ফেলা রাখা হয়েছিল অফিসের সামনে ময়লা জায়গায়।

ওই অফিসের পিয়ন মোঃ চান্দু মিয়া বলেন, পতাকার বাঁশ কে যেন নিয়ে পতাকা ফেলে রেখেছে। অফিসের তসিলদার মোঃ খলিলুর রহমান সেও একই অযুহাত দেখান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান বলেন, এ বিষয়ে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জনাব ইসমাইল হোসেন মৃধা।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব জষিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব রফিকুল ইসলাম জোমাদ্দার।