আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখা। সূর্য ওঠার আগেই ভোরে শুরু হয় খালি পায়ে প্রভাতফেরি। আবালবৃদ্ধবনিতা সবার মুখে মুখে সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ভারাক্রান্ত্র কন্ঠে গেয়ে ২১শে ফেব্রুয়ারীর প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুরাদনগর ডি.আর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সুশৃংখলভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণে নীরবতাও পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার, মুরাদনগর শাখার সাধারন সম্পাদক ও ভোরের কাগজ’র প্রতিনিধি রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধি হাফেজ নজরুল, প্রচার সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন তুহিন, নির্বাহী সদস্য ও কালজয়ী পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন প্রমূখ।