জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

খেলাধুলা শারীরিক চর্চার একটি অংশ: ওসি মির্জাগঞ্জ থানা

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মির্জাগঞ্জ দরগাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মির্জাগঞ্জ একাদশ বনাম–মজিদ বাড়িয়া একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য জনাব আল আমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক চর্চার একটি অংশ, খেলাধুলা শরীর, স্বাস্থ্য, মন ভালো থাকে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সম্পাদক জনাব নাসিম আলম বাদল, সেবক সমাজ মামুন মল্লিক, মোসলেম হাওলাদার,মির্জাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জনাব ইমরান বাহাদুর, সহ-সভাপতি আবু তালেব খান, যুগ্ন সম্পাদক বাইজিদ ও আলামিন মীরা। উৎসবমুখর এই খেলায় মির্জাগঞ্জ একাদশ ৫ –১ মজিদবাড়িয়া একাদশ। মির্জাগঞ্জ একাদশ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।