বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন হারজিত।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে হারজিতের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, তার এ সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
হারজিতের সফরসূচি সম্পর্কে সেহেলী বলেন, সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা ও কক্সবাজারে মতবিনিময় করবেন।
এছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন।