আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

তাড়াইলে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই: কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের তাড়াইলে ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত তাড়াইল থানার বিপরীত পার্শ্বে এনায়েত সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় তাড়াইল থানা সংলগ্ন এনায়েত সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় চারিদিকে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

ফায়ার সার্ভিস সদস্যারা ঘটনাস্থলে এসে তাড়াইল থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপে দেখা যায়, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নিজাম উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করি।

পরে পার্শ্ববর্তী উপজেলার করিমগঞ্জ, নান্দাইল ও সদর জেলার কিশোরগঞ্জ হতে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আশপাশের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।