মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে যা করা দরকার, তা পুলিশ করবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ। এর ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (১৪ মার্চ) পটুয়াখালী পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে যা করা দরকার, তা পুলিশ করবে।
এসময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান ও পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পটুয়াখালী জেলা পুনাক সভানেত্রী আসমা খাতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।