খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউপিতে নৌকা জয়ী হয়েছে। রবিবার (২৬শে ডিসেম্বর) রামগড় উপজেলার দুই ইউপির ভোট গ্রহণ সকাল ৮টায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ-ই নির্বাচনে।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগড় উপজেলার দুই ইউপির চেয়ারম্যান পদে মোট ১৩জন মনোনয়ন জমা দেন। নানা জল্পনা কল্পনার পর ২নং পাতাছড়া ইউপির নৌকার প্রার্থী ছাড়া বাকি ৩জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, তারইফলে পাতাছড়া ইউপিতে বিনাপ্রতিদ্বন্দীতায় নৌকার একক প্রার্থী জনাব কাজী নুরুল আলম আলমগীর জয়ী হন।
অপরদিকে ১নং রামগড় ইউপিতে ৯জন প্রার্থীর মধ্যে ৭জনই মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতিকে নির্বাচন করেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি করিমুল মজুমদার।
রামগড় ইউপিতে দুই চেয়ারম্যান প্রার্থী ও রেকর্ড সংখ্যক মেম্বার পদপ্রার্থীর এ-ই নির্বাচন ভোটের মাঠে দিয়েছে উৎসবের আমেজ। রামগড় ইউপিতে একজন মহিলা মেম্বার ব্যতিত বাকি সবাই নতুনমূখ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
আর বর্মমান চেয়ারম্যান শাহআলম মজুমদার ৩য় বারের মতো চেয়ারম্যান হয়ে হেট্রিক করেছেন। নৌকার প্রাপ্তভোট ৫৭১৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস পেয়েছে ২৪৯০ভোট।বেসরকারি ভাবে রামগড় ইউপিতে নৌকার একক প্রার্থী জনাব শাহআলম মজুমদার নির্বাচিত হয়েছেন। বেসরকারি ভাবে পাতাছড়া ইউ-তে কাজী নুরুল আলম আলমগীর জয়ী হয়েছেন।