মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে আকাশ: কবি মাহফুজ রকি মির্জাগঞ্জে প্রাইমারি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত শান্তা মনি দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান উপজেলা নির্বাচন: হরিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে দেওয়ান সাইদুর মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

বিসিএস শিক্ষা সমিতির সাংগঠনিক সচিব হলেন বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০৫২ বার পঠিত
বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক: কামরুন নাহার

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন- ২০২২ -এ সাংগঠনিক সচিব (ঢাকা মহানগর-মহিলা) পদে বিজয়ী হয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক কামরুন নাহার। তিনি বর্তমানে বাঙলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফলাফলে কামরুন নাহার পেয়েছেন ৫০৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়মা রহমান পেয়েছেন ৪৫০৯ ভোট ।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদুল খবির ও মহাসচিব নির্বাচিত হয়েছেন শওকত হোসেন মোল্লা।

এছাড়াও ৬১টি বিভিন্ন পদে বিভিন্ন প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বাঙলা কলেজের এ শিক্ষক তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে সাংগঠনিক সচিব (ঢাকা মহানগর-মহিলা) পদে জয়লাভ করেছি। যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে পারেননি তবে দোয়া করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই দোয়া করবেন যাতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।’

উল্লেখ্য, গত ২৩ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন- ২০২২ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর চলে ভোট গণনা। গণনা শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..