বরিশাল সিটিকর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ট নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬জুন) দুপুর ২টা জেলা শহরের শহীদী মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শুরু হয়ে কালীবাড়ী মোড়, বড় বাজার, গৌরাঙ্গ বাজার হয়ে পূনরায় শহীদী মসজিদ চত্বরে এসে শেষ হয়।
এসময় সভাপতির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হা. মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, এসময় তিনি তার বক্তব্যে বলেন আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) কে হত্যা করতে চেয়েছিল কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। তারা আমাদের নায়েবে আমীর ও নেতা-কর্মীদের রক্ত জড়িয়েছে। জনতার সামনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা নাহলে আমীরের নির্দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
নির্বাচন কমিশনকে অথর্ব, মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গাঁজাখোরি কথা-বার্তা আর দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগের জন্য আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কে এম আনিসুজ্জামান, সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য মুহাম্মাদ সেলিম হায়দার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমাদ, জেলা সভাপতি রবিউল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ।