বরগুনার বেতাগীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয় সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক জনাব মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান জনাব খলিলুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্নাসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জন্ম বার্ষিকীর কেক কাটা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রায়ত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবহেলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।