রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ক-পরিবারের সভাপতি রানা, সাধারণ সম্পাদক রাজ ডিএমপির নবনিযুক্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ নতুন প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেনের দায়িত্ব গ্রহণ সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা এমপি’র মৃত্যুতে রাষ্ট্রপতির শোক র‍্যাব কর্তৃক গ্রেফতারের পর জেল খেটে ছাড়া পেয়ে আবারও প্রতারণায় রাসেল হাসান অসুস্থ নাতীর সাথে দেখা হলোনা আজহার মোল্লার ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে পৌঁছেছে দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন : প্রধানমন্ত্রী দুদককে ম্যানেজ করে গ্রেড-১ পদে পদোন্নতি মিশনে বিতর্কিত ডিজি এমদাদুল হক তালুকদার ৫০০ শয্যা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি

তাড়াইলে বৈরি আবহাওয়ার মাঝেও ভিজিএফ’র চাল বিতরণ

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৫৮০৫ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের মাঝে শুরু হয়েছে চাল বিতরণ। এরই ধারা বাহিকতায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাউতি, জাওয়ার ও দিগদাইড় ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৈরি আবহাওয়ার মাঝেও চাল বিতরণ করছেন ২নং রাউতি, ৪নং জাওয়ার ও ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডের বিপরীতে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে ২নং রাউতি ইউনিয়নে ৩ হাজার ৬’শ ৫৭টি কার্ড, ৪নং জাওয়ার ইউনিয়নে ৩ হাজার ৪’শ ২১টি কার্ড ও ৬নং দিগদাইড় ইউনিয়নে ৩ হাজার ৩’শ ৭৫টি কার্ড দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। গত রবিবার (১৮ জুন) থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ২নং রাউতি, ৪নং জাওয়ার ও ৬নং দিগদাইড় ইউনিয়নে পরিষদের সামনে প্রচুর মানুষের ভিড়। কাহারও মাথায় চালের ব্যাগ আবার কাহারো মাথায় চাল বাধা কাপড়ের পুটলি নিয়ে টুটে-মুখে মৃদু হাসি। বৈরি আবহাওয়ার কারণে মাঝে মাঝে পড়ছে প্রচন্ড বৃষ্টি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই চাল বিতরণ করছেন চেয়ারম্যানগণ। ২নং রাউতি ইউনিয়নের আকিল, সাত্তার, মোতালেব, জোসনা, রিতা, মালেকা বেগম, ৪নং জাওয়ার জাওয়ার ইউনিয়নের ছালাম, রেনু বেগম, হাজেরা খাতুন, বিলকিছ আক্তার, লিটন মিয়া, মোতালেব, জহুরা, ও দিগদাইড় ইউনিয়নের সুজন ‍মুন্সি, জাহেরা খাতুন, সাহেবের মা, উকিল বানু প্রমুখ বলেন, চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত থেকে আমাদেরকে চাল দিয়েছেন। আমরা ঈদের আগে চাল পেয়ে অত্যান্ত খুশি।

এব্যাপারে ২নং রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন তারিক বলেন, ভিজিএফ চাল মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই চাল অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের হাতে পৌছে দেওয়ার কাজে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সময় মতো যেন সবাই চাল পায় সেই দিক বিবেচনা করেই বৃষ্টির মাঝেও চাল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি।

৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ইমদাদুল হক রতন বলেন, ভিজিএফ চাল পাওয়া অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের অধিকার। আমরা তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন ভূঞা বলেন, ভিজিএফ চাল মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই চাল অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের হাতে সময়মত পৌছে দেওয়ার লক্ষে কাজ করছি। সময়মতো চাল পাওয়ায় জনগণও খুশি।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের মাঝে এ চাল বিতরণের জন্য আমি প্রত্যেকটি ইউনিয়নে নিজে তদারকি করছি। তাছাড়া দ্রুত চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্হ অতিদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..