তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে ছুরিকাঘাতে বিল্লাল সরকার (৪০) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের এলখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত্যু ইসমাইল সরকারের ছেলে। সে পেষায় একজন কৃষক ছিল।
এদিকে এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায় এলখাল গ্রামের মৃত মুনছুর মিয়ার ছেলে মুখলেছ মিয়া (৫০), কালন মিস্ত্রির ছেলে জাহিদ মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে বিকাল ৩টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে ছাড়িয়ে আনতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়ীতে এসে হামলা চালায়। হামলার একপর্যায়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত হয় বিল্লাল সরকার। পরে আশংকাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।